চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে উপজেলার ধনপর্দ্দি গ্রামস্থ মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুন্সিরহাট ধনপর্দ্দি গ্রামের মিজান (২৫), শহিদ হাজরা (২৬), সোহেল (৩০), আকরাশি (২), মোঃ সাকিল (২০), সুমাইয়া (৮), মাহমুদ (২), তানহা আক্তার (৩), শাহনাজ বেগম (২০), আউয়াল (২৮), তানজিলা (১৯), শরীফ হাজরা (২৬), ও দেড় বছর বয়সী নিহাদ হোসেন।
আহতরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের আরো অনেককে কামড়ে আহত করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা আহতরা জানায়, বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট বাজার ও ধনপর্দ্দি গ্রামে একটি পাগলা কুকুর সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাড়িতে এবং রাস্তায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে।
পাগলা কুকুর অনেকের হাত, পা, বুক, মুখমন্ডল ও শরীরের বিভিন্নস্থানের মাংস উপড়ে ফেলে রক্তাক্ত জখম করে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি