সময়টা ভালো যাচ্ছে না পেসার তাসকিন আহমেদের।দীর্ঘ দিন ধরেই রয়েছেন অফ ফর্মে।বলে নেই সেই ঝাঁজ।সদ্য শেষ হওয়া নিদাহাস ট্রফিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও তাতে নিজের নামের সুবিচার করতে পারেননি এই ডান হাতি পেসার।তবে খেলার মাঠে অফ ফর্মে থাকলেও বিজ্ঞাপনে কিন্তু তার দারুণ ফর্ম রয়েছে।তবে এবার কোন বিজ্ঞাপন নয়,আসছেন রুপালি পর্দায়।
সম্প্রতি রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ফেসবুক’ নামের সিনেমায় প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে তাসকিনকে।তবে তাসকিনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
এই সিনেমার পারিশ্রমিক হিসাবে প্রতিদিনের শুটিংয়ের জন্য পাঁচ লাখ টাকা করে নিবেন তিনি।এ ছাড়া তার নিরাপত্তার জন্য ছয়জন নিরাপত্তাকর্মী দিতে হবে।
সিনেমাতে তাসকিন ছাড়াও আরো একটি জুটিকে দেখা যাবে। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।সবকিছু ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বাংলাদেশে প্রথমবার কোনো ক্রিকেটার সিনেমার নায়ক হয়ে পর্দায় আসবেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪০ এ.এম ২০মার্চ,২০১৮মঙ্গলবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur