বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার লাভ করেছে মোহাইমিন সুলতানা মিভা।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সন্তান মোহাইমিন সুলতানা মিভা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। তার মাতা শিরিন সুলতানা একজন গৃহিনী ও বাবা মোঃ গোলাম রসূল মিয়াজী পেশায় একজন ব্যবসায়ী।
মিভা ২০১৮ সালের আয়োজিত ” ফোর্থ ন্যাশনাল ইংলিশ কার্নিভাল ” এ কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান লাভ করেছে। সে ‘টয়োটা ড্রিম কার ন্যাশনাল আর্ট কনটেস্ট ২০১৭ ‘ – এ বিজয়ী ,বটতলা রংমেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৬ – এ বিজয়ী , ‘লাইফবয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৪– এ বিজয়ী , ‘আন্তঃ সাংস্কৃতিক সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা – ২০১৪ বাংলা -৩য় ও ইংরেজি ২য় , ‘ব্রিটিশ কাউন্সিল – বুক রিডিং কম্পিটিশন – ২০১৪’ – এ তৃতীয় ,’ব্রিটিশ কাউন্সিল – বুক রিডিং কম্পিটিশন – ২০১৫’ – এ প্রথম। সে টেলিভিশিনে এ গান করে। সে অন্যান্য দিক ছাড়াও পড়াশোনাও সমান পারদর্শী।
২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মিভার শখ বই পড়া , গান করা , ছবি আঁকা। এবং বড় হয়ে মিভা প্রকৌশলী হতে চায়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur