নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে ১১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্য থেকে ৭ জনকে ১ বছর করে সশ্রম কারাদÐ দেয়া হয়েছে। আর বাকি ৪ জনকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোর্শেদুল ইসলাম।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, রাজরাজেশ^র ল¹িমারা চরের বাসীন্দা নেকমত আলী (৪০), হুকুম আলী (৩২), ফারুক হোসেন (২১), বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া ও লালপুর এলাকার মো. রনি হাজরা (১৯), শান্ত (১৯), ছোলায়মান (১৯), মোঃ ওচমান গণি দর্জি (৪০), অপ্রাপ্ত বয়স্ত হওয়ায় মোচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর হওয়া জেলেরা হল : ল¹িমারা চরের কবির হোসেন (১১), নূরুদ্দিন (১৭), বিষ্ণুপুর ইউনিয়নের কালু মিয়া (১৮), নাইম (১৮)।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম জানান, অভিযানকালে জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। একই সাথে ২০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur