শ্রীলংকায় নিদাহাস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ দলের বিজয়ের দিনে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুম ভাংচুর হয়েছে। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক লংকানদের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পর কে বা কারা এ ঘটনা ঘটায়।
প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমের কাঁচ ভাঙা পাওয়া যায়। গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে। তবে এ কাজ কারা করেছে তা জানা যায়নি।
গ্রাউন্ড স্টাফের পক্ষ থেকে এ ঘটনা কে করেছে বা কার কারণে এই ক্ষতি হয়েছে তা সম্পর্কে ধারণা না থাকাতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে মৌখিক অনুরোধ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ।
বাংলাদেশ দলের ম্যাচ যখন জয় উদযাপন করছিল, সে সময়েই কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে। তবে এটা ইচ্ছাকৃত কিনা সেটাই খতিয়ে দেখা হবে তদন্তে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৫০ এ.এম ১৭মার্চ,২০১৮শনিবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur