Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বর্তমানে দেশের মানুষ অভাব অনটনে নেই : মায়া
Maya Relief Minsiter
ফাইল ছবি

বর্তমানে দেশের মানুষ অভাব অনটনে নেই : মায়া

চাঁদপুর মতলব দক্ষিণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড আর বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও বিবেচনা করলে ইনশাল্লাহ জনগন আবারও নৌকায় ভোট দিবে। বর্তমানে দেশের মানুষ অভাব অনটনে নেই, অশান্তিতেও নেই। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারছে। বিগত ১০ বছরে বর্তমান সরকার দেশের এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। উন্নয়ন হয়েছে বলেই বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করতে পেরেছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার আমলে মতলব উত্তর দক্ষিণে দুটি কলেজ, দুটি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এছাড়া মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব সেতুর কাজও ৯৫ ভাগ সমাপ্ত হয়েছে। আশা করি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সেতুটি উদ্বোধন করা হবে এবং চাঁদপুর জেলাবাসী এ সেতু দিয়ে অল্প সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে। বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা শেখ হাসিনার পাশে থাকলে কোন ষড়যন্ত্রই কাজ করতে পারবেনা।’

তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সনের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। শুধু তাই নয়, তারা ৭৫’র ৩ রা নভেম্বর জেল খানায় জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করে। ৭৫’ র ৩ রা নভেম্বর জেল খানার পাশের সেলে আমি ছিলেন। ৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্বে ঝাপিয়ে পরি।২১ আগষ্ট গ্রেনেড হামলার সময় নেত্রীর পাশে ছিলাম। স্বাধীনতা উন্নয়ন গনতন্ত্র রক্ষায় এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

রোববার (৪ নভেম্বর) বিকেলে মতলব সরকারি ডিগ্রী কলেজ মাঠে জেল হত্যা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা এএইচএম. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় আ.লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উওর-দক্ষিণ উপজেলা মহিলা আ.লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, মতলব উওর – দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা সুবর্না চৌধুরী বীনা, মতলব উওর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌরসভার প্যানেল মেয়র-২ কিশোর কুমার ঘোষ, পৌর আ.লীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম সরকার, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক আসমা আকতার আখি, উপজেলা যুবলীগের সিনিয়ির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ন আহবায়ক চন্দন সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লাহ সায়েদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী, মুন্সিরহাট কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি রবিউল আহসান হীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মুক্তিযোদ্ধা রুস্তম আলী তালুকদার ও গীতা পাঠ করেন মানিক চন্দ্র ভৌমিক।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক