ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব চাঁদপুর এর উদ্যোগে ২৫০ জন এতিমদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বাদ জুমা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এতিমখানায় ফ্রিল্যান্সাররা এতে অংশগ্রহণ করে।
অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবাদ সংস্থা ইউএনবির প্রতিনিধি রাশেদ শাহরিয়ার পলাশ।
সাধারণ সম্পাদক আতিকুর রহমান শুভর পরিচালনায় ফ্রিল্যান্সারদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসাইন, অর্থ-সম্পাদক নকিব চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা নাসরিন রূপাই প্রমুখ।
সংগঠনের সভাপতি জাহাদুল ইসলাম জানান, ‘ফ্রিল্যান্সার এসোসিয়েশন তাদের আয়ের অংশ দিয়ে এই আয়োজন করেছে। ইনশাআল্লাহ মুক্ত পেশার লোকজন তাদের আয় দিয়ে এভাবে আরো আয়োজন করবে।’
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur