মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল দু’জনের। দাম্পত্যজীবন ঠিক মতো দানা বাঁধারও সময় পায়নি। শনিবার নববিবাহিত সেই স্ত্রীরই বিয়ে দিলেন তাঁর স্বামী।
শনিবার এই ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার রাউরকেল্লার সুন্দরগড় জেলায়। খবর অনুযায়ী, সেখানকার পামারা গ্রামের বাসিন্দা বাসুদেব টাপ্পো নিজের স্ত্রীরই বিয়ে দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, গত ৪ মার্চ ২৮ বছরের বাসুদেবের সঙ্গে বিয়ে হয়েছিল ঝাড়সুগুদার বাসিন্দা ২৪ বছর বয়সি এক তরুণীর। সম্বন্ধ করে, স্থানীয় রীতি মেনে দু’জনের বিয়ে হয়েছিল। যদিও আইনি কোনও প্রক্রিয়া মেনে বিয়ে হয়নি।
বিয়ের পরেই অবশ্য গল্পে অন্য মোড় আসে। গত শনিবার নববিবাহিত তরুণীর পরিচিত পরিচয় দিয়ে তিন যুবক বাসুদেবের বাড়িতে আসেন। তাদের মধ্য একজন নিজেকে তরুণীর চাচাতো ভাই বলে পরিচয় দেন। এর কিছুক্ষণ পরে বাসুদেবকে নিয়ে গ্রামে ঘুরতে বেরিয়ে যান দুই যুবক। কিন্তু ওই চাচাতো ভাই বাসুদেবের বাড়িতেই থেকে যান।
অভিযোগ, তখনই বাসুদেবের স্ত্রীর সঙ্গে সেই চাচাতো ভাই হিসেবে পরিচয় দেওয়া সেই যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন কয়েকজন গ্রামবাসী। যুবককে ঘিরে ধরে মারধর শুরু করেন তাঁরা। তখনই বাসুদেবের স্ত্রী স্বীকার করে নেন, সেই যুবক আসলে তার সাবেক প্রেমিক। বিয়ের আগে দু’জনের সম্পর্ক ছিল। কিন্তু তরুণীর বাড়ি থেকে সেই সম্পর্ক মেনে নেয়নি।
বিষয়টি জানতে পেরে বাসুদেব সিদ্ধান্ত নেন, স্ত্রীর প্রেমিকের সঙ্গেই তার বিয়ে দেবেন। এরপরে শ্বশুরবাড়ির লোকজনকেও ডেকে পাঠান বাসুদেব। খবর দেওয়া হয় স্ত্রীর প্রেমিকের বাড়িতেও। বাসুদেবের কথায়, তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন, তাহলে তিনটি জীবন নষ্ট হতো। বাসুদেবের মাও ছেলেকে সমর্থন করেছেন। (বিডি প্রতিদিন)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ পি.এম ১২ মার্চ,২০১৮সোমবার
কে. এইচ.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur