নানা কর্মকাণ্ডে বারবার বিতর্কিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্পের সঙ্গে জড়িয়েছে বিখ্যাত পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ডের নামও। যিনি নীল ছবির জগতে ‘স্টর্মি ড্যানিয়েলস’ নামেও বিখ্যাত। সম্প্রতি পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে পৌঁছেছেন। আর এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক স্ক্যান্ডাল।
স্টোফানি সম্প্রতি ফ্লোরিডায় সলিড গোল্ড জেন্টলম্যান্স ক্লাবে তার পারফর্মেন্স করেছেন। ফ্লোরিডার পম্পানো বিচে এ ক্লাবের অবস্থান।
সাম্প্রতিক এক স্ক্যান্ডালে অভিযোগ ওঠে স্টেফানির সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। শুধু তাই নয়, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হওয়ার পরে স্টেফানি যাতে আর এই বিষয়ে মুখ না খোলেন, তা নিশ্চিত করতে স্টেফানিকে মোটা টাকা দেওয়া হয়েছে।
জানা যায়, ২০০৬ সালে একটি গলফ টুর্নামেন্টে আলাপ হয়েছিল ট্রাম্প ও স্টেফানির। তখন ট্রাম্পের বয়স ৭১, স্টেফানির ৩৮। সেখানেই নাকি ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিলেন তারা। তারপরে ২০১৬ সালে প্রচার শুরু হওয়ার সময় স্টেফানিকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দেন ট্রাম্প।
যদিও স্টেফানি বলেছেন, ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছিল ঠিকই, তবে কোনো শারীরিক সম্পর্ক হয়নি।
জুম বাংলা
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০৫ পি.এম ১২ মার্চ,২০১৮সোমবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur