টাইগারদের সঙ্গে হারের পরেই বড়সড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা! শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরেছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১৫।
২১৫ রানের তাড়া করতে শুরু থেকেই জ্বলে উঠে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটনের দারুণ শুরু করা ইনিংসটিকে জয়ে পোঁছে দেয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৩৫ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের জয়ের নায়ক তিনিই। পাঁচ উইকেটে লঙ্কানদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
আর সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম বল করেছিল শ্রীলঙ্কা। স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা দলের অন্যান্য খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ৬০ শতাংশ করে জরিমানা করেছে ম্যাচ রেফারি ক্রিস রেফারি ক্রিস ব্রড।
যার ফলে আগামীকাল ভারতের বিপক্ষে ও আগামী ১৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। তবে নিদাহাস ট্রফির ফাইনালে যদি শ্রীলঙ্কা উঠে তাহলে ওই ম্যাচে খেলতে পারবেন তিনি।
শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরেছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২১৫।
২১৫ রানের তাড়া করতে শুরু থেকেই জ্বলে উঠে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটনের দারুণ শুরু করা ইনিংসটিকে জয়ে পোঁছে দেয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৩৫ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের জয়ের নায়ক তিনিই। পাঁচ উইকেটে লঙ্কানদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
আর সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিল বাংলাদেশ। আর তাই স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের অন্যান্য খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করেছে ম্যাচ রেফারি ক্রিস রেফারি ক্রিস ব্রড।
এমটিনিউজ২৪.কম
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ এ.এম ১২ মার্চ,২০১৮সোমবার
এএস.