Friday, 03 April, 2015 09:19:02 PM
শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট :
চাঁদপুর পুরাণবাজার রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে জ-১নং কক্ষে রাতের আধাঁরে বেয়াইনের সাথে অপকর্ম করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়ে জুতাপেটা খেলো বিল্লাল বেপারী নামের এক লম্পট।
ছোট ভাইয়ের অপকর্মের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তার বড় ভাই চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী রঘুনাথপুরের দুলাল বেপারী চেষ্টা চালিয়ে যায়।
ঘটনার বিবরণীতে জনা যায়, পৌর ৫নং ওয়ার্ড ভাঙ্গারপুল এলাকার বেপারী বাড়ির পরাজিত কাউন্সিলর প্রার্থীর (ব্লাকবোর্ড মার্কা) ছোট ভাই বিল্লাল বেপারীর ছেলে এমরানের সাথে কোড়ালিয়া রোড়ের মৃত নাছিরের মেয়ে তৃষার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ছেলের শাশুরী নাজমা বেগম নাজুকে বেয়াই বিল্লাল বেপারী রঘুনাথপুর আশ্রয়ন কেন্দ্রে জি-১নং ঘরটি বরাদ্ধ পাইয়ে দেয়। তারপর থেকেই শুরু হয় বেয়াইনের সাথে বেয়াই দুলাল বেপারীর পরকীয়া প্রেম।
সে প্রতিদিন রাতেই কোনো না কোনো সময় বেয়াইনের ঘরে রাত্রিযাপন করতো।
ঘটনার দিন রাত ১২টায় লম্পট বিল্লাল বেপারী (৪০) সুযোগ বুজে বেয়াইন নাজমা বেগমের ঘরে ঢুকে পরে। এসময় স্থানীয় যুবকরা দোকানে বসে থাকা অবস্থায় বিষয়টি দেখতে পায়। পরে তারা পাহারা দিয়ে ঘরের ভেতরে আলো নিভানো অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করে।
এই অপকর্মের ঘটনাটি জানতে পেরে এলাকার শতশত নারী-পুরুষ এসে ভীর জমায়। রাত ১টায় রঘুনাথপুর আশ্রায়ন কেন্দ্রের সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীসহ স্থানীয় সালিশকারীরা উপস্থিত হয়ে তাদের বিচার করে।
এ সময় বেয়াইন নাজমা বেগম নাজু ও বেয়াই বিল্লাল বেপারী অপকর্মের কথা স্বীকার করে। পরে সবার সম্মতিক্রমে লম্পট বিল্লাল বেপারীর গালে ৫০টি জুতার বাড়ি দেয়া হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত বেয়াইনের বাড়িতে বেয়াই বিল্লাল বেপারী রাতে যাতায়াত করতো। দু’জনের মধুর মিলনের ঘটনা জানতে পেরে ঘটনার দিন এলাকার যুবকরা তাকে রাত ১২টায় বেয়াইনের ঘর থেকে হাতেনাতে আটক করে।
চাঁদপুর টাইমস : এমআরআর/শই/২০১৫