চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ২টি বসত ঘর, গরু, ছাগল ও হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার উজানী গ্রামের দেওয়ান বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এতে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করছে। এসময় আগুন নিভাতে গিয়ে গৃহকর্তা ফয়েজ উল্যাহ’র স্ত্রী রেহানা বেগম গুরুতর আহত হয়। তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বে স্থানীয়রা আগুন আগুন নিয়ন্ত্রনে আনে, তবে ততক্ষনে ফয়েজ উল্যাহ’র বসত ও গোয়াল ঘরে থাকা ২ টি গরু, ৭টি রাম ছাগল, ২৫টি হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ফয়েজ উল্যাহ সব হারিয়ে প্রায় খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur