চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজ অনলাইনের চাঁদপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নেতা ইকরাম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে।
গত চারদিন আগে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে অনেকটা নিরবে ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কাডিওলর্জি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছে। পাশাপাশি তিনি কিডনী সমস্যায় ভোগছেন। বর্তমানে ডাক্তারদের পরামর্শে সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তাঁকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১২মার্চ) ঢাকায় রেফার করা হবে বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে হাসপাতাল বেডে অসুস্থ সাংবাদিক ইকরাম চৌধুরী। উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের দীর্ঘ সময়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও তিনি চাঁদপুরের একজন সৎ ও নিষ্ঠাবান হিসেবে সাংবাদিক পেশা করে আসছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনায় সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন তিনি ও তাঁর পরিবার।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur