আরেফিন রুমী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পীই নয় একজন সংগীত পরিচালক ও বটে। গত ৫ মার্চ তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। ভক্ত থেকে শোবিজ পাড়া- সবখানেই এ নিয়ে কথাবার্তা চলছিল।
এই নিয়ে শুরু হয়েছে ভক্তদের মাঝে চাপা উত্তেজনা।
রিদওয়ান নামের এক ভক্ত কমেন্টে লিখেছেন, ২০১১-২০১৩ সালের বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির রাজা আরেফিন রুমী আজ নিজ থেকেই তাঁর ভক্তদের কাঁদিয়ে সংগীত থেকে অবসর নিলেন! সত্যিই খুব খারাপ লাগছে ….বস ফিরে আসুন…’
রেফিন রুমী লিখেছেন , ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না। ইনশাল্লাহ যে দিন আমার মরণ কালেও ফিরে আসা…
উল্লেখ্য ,বেশ কিছু দিন ধরে আরেফিন রুমী গানের জায়গা থেকে দূরে সরে আছেন। ধারনা করা হচ্ছে ধর্মীয় কারনে তার গান থেকে ফিরে যাওয়া।ছোটবেলায় তিনি তার মায়ের কাছে গান শিখেছেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। রুমি এ আর রহমান এর কাজগুলো দ্বারা প্রভাবিত। গানের জগতে আসার আগেই (২০০৬ সালে) মডেল এর খাতায় নাম লেখান প্রিয় এই গায়ক ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ পি.এম ৯মার্চ,২০১৮ শুক্রবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur