Home / সারাদেশ / পুলিশেও নারীরা সফল : আইজিপি
IGP_Jabed_Patwary
ফাইল ছবি

পুলিশেও নারীরা সফল : আইজিপি

বাংলাদেশ পুলিশে পুরুষের মতো নারীরাও সফলভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (৮ মার্চ) পুলিশ সদর দফতরে নারী দিবস উপলক্ষে ‘বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক’ আয়োজিত এক র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুলিশের নারী সহায়তা কেন্দ্রগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে এ সরকার দায়িত্ব গ্রহণের সময় পুলিশে নারী সদস্য ছিল ২ দশমিক ২ শতাংশ। এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। অন্য পেশার মতো পুলিশেও নারীরা এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারী পুলিশরাও সহযোদ্ধা হিসেবে অবদান রাখবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন পুলিশ প্রধান। বক্তব্য শেষে নারী দিবসের র্যালিটি উদ্বোধন করেন আইজিপি।

‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’ প্রতিপাদ্যে পুলিশে নারী দিবসের র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

-জাগো নিউজ

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ১০ পি.এম ৮মার্চ,২০১৮ বৃহস্পতিবার
এএস.