Home / আন্তর্জাতিক / সাগরতলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণতরি
ronotori

সাগরতলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণতরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ডুবে যাওয়ার ৭৬ বছর পর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লেক্সিংটনের সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার উপকূলে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে প্রবাল সাগরে (কোরাল সি) জাপানের নৌবাহিনীর সঙ্গে ১৯৪২ সালের ৪ থেকে ৮ মে পর্যন্ত চলা ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধে ‘লেডি লেক্স’ ডাকনামের এই রণতরিটি ডুবে যায়।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে প্রবাল সাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে রয়েছে ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষ।
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি দল জাহাজটির সন্ধান পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্যতম শক্তিশালী এই রণতরির খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও।
গত রোববার অ্যালনের প্রতিষ্ঠান ভালক্যান জানায়, এ রণতরিতে ৩৫টি যুদ্ধবিমান ছিল, যার মধ্যে ১১টি এর সঙ্গেই রয়েছে। লেক্সিংটন ডুবে গেলে এর নাবিকের দুঃসাহসিক প্রচেষ্টায় সাম্রাজ্যবাদী জাপানি নৌবাহিনীর (আইজেএন) যুদ্ধজাহাজ শোকাকু ও জাইকাকুকে একেবারে কার্যক্ষম করে ফেলা হয়েছিল, ফলে যুদ্ধে জাপানিদের পরাজয়ের পথ সুগম হয়েছিল।
যুদ্ধজাহাজ ডুবে গেলেও যে কয়েকজন নাবিক বেঁচে যান, তাঁদের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান হিসেবে কর্মরত অ্যাডমিরাল হ্যারি হ্যারিসও ছিলেন। এই আবিষ্কারের প্রশংসা করে গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘ইউএসএস লেক্সিংটনের একজন বেঁচে যাওয়া সন্তান হিসেবে আমি পল অ্যালান ও লেডি লেক্সের অবস্থান নির্ণয়কারী রিসার্চ ভ্যাসেল (আর/ভি) পেট্রলের দুঃসাহসিক অভিযাত্রীদের অভিনন্দন জানাতে চাই।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানি বাহিনীর অগ্রসর থামাতে প্রবাল সাগরের এই যুদ্ধ প্রধান ভূমিকা রেখেছিল বলে গণ্য করা হয়। যুদ্ধের সময় কয়েকটি জাপানিজ টর্পেডো ও বোমা আঘাত হানার পর মার্কিন বাহিনীই লেক্সিংটনের তলা ফুটো করে দেয়।(প্রথম আলো )

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ১০ পি.এম ৭মার্চ,২০১৮ বুধবার
কে এইচ