কুশল পেরেরার ব্যাটে জয়ের পূর্বাভাস দেখলেও শেষ পর্যন্ত নাটকীয় মোড় নিলো নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ। কখন ভারত, কখন শ্রীলঙ্কা এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাটে নেমে তিন ওভারের মাথায় রোহিত শর্মা ও সুরেশ রায়নাকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। তবে শেখর ধাওয়ানের ৯০ রানের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারত। শ্রীলঙ্কাকে টার্গেট দেয় ১৭৫ রান।
এরপর শ্রীলঙ্কা ব্যাটে নামলে কুশল পেরেরার ব্যাটিং তান্ডবে পথ হারিয়ে ভারতীয় বোলিং লাইনআপ। ২০ বলে হাফসেঞ্চুরী পূর্ণ করেছেন পেরেরা। সেই সুবাদে জয়ের পূর্বাভাস পাচ্ছিল শ্রীলঙ্কা। জয় জন্য ১৩ ওভারে ৮৭ রান দরকার ছিল।
কিন্তু ওয়াশিংটন সুন্দর ও শারদুল ঠাকুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ফের ঘুরে দাঁড়ায় ভারত। ৬৬ রানে কুশল পেরারা আউট হয়ে গেলে শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচটি আস্তে আস্তে বের হতে থাকে। শুরু হয় টান টান উত্তেজনা। তবে শেষ পর্যন্ত দাসুন শানাকা ও থিসারা পেরেরার নির্ভরযোগ্য ব্যাটিয়ে ৯ বল বাকি থাকতেই জয় পায় শ্রীলঙ্কা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ এ.এম ৭মার্চ,২০১৮ বুধবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur