বরিশাল সদর উপজেলায় ক্লাস ফাঁকি দিয়ে পাঁচ কলেজ ছাত্রীর সঙ্গে আড্ডা দেওয়ার দায়ে এক কিশোরকে ১৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
হিরার সঙ্গে থাকা তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) বাংলোর সামনের লেকের পাড়ে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওই কিশোরের নাম মো. হিরা (১৭)। সে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।
এ সময় হিরার সঙ্গে থাকা তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের পাঁচ ছাত্রীকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, ক্লাশ ফাঁকি দিয়ে হিরা ও তার বান্ধবিরা দুপুরে ডিসির লেকে আড্ডা দিচ্ছিল। এ সময় বরিশালের ডিসির নির্দেশে ভ্রাম্যমান আদালত গঠন করে গণউপদ্রব আইনে হিরাকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে থাকা ছাত্রীদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বার্তা কক্ষ