রাজধানীর টিকাটুলি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। তার নাম সাদমান রাহিক (২৯)। রবিবার সকালে টিকাটুলির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, সাদমান রাহিক নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পূর্ণ করেছেন। তার বন্ধু জুন্নন শিকদারের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পরপরই তদন্তে জানা যায়, জুন্নন শিকদার বিদেশে আত্মগোপনে আছে। তার আরেক বন্ধু সুমন আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
তিনি আরো জানান, সাদমান রাহিক ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগ দেন। হলি আর্টিজানে হামলার পরপরই সাদমান তার সকল কার্যক্রম বন্ধ করে দেয়। সম্প্রতি তিনি ডার্কওয়েবে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।
(ইত্তেফাক)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ২৫ পি.এম ৪মার্চ ২০১৮ রোববার।
কে .এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur