বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শনিবার (৩ মার্চ) রিয়াদে সৌদি সশস্ত্র বাহিনী প্রদর্শনী পরিদর্শন করেন। সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাপ্রধানকে প্রদর্শনীতে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ দুতাবাসে নিযুক্ত ডিফেন্স এট্যাঁসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি আরবের রিয়াদে সশস্ত্র বাহিনীর প্রদর্শনী চলছে। সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী সৌদি বিভিন্ন কোম্পানির পাশপাশি আন্তর্জাতিক ভাবে খ্যাত অনেক কোম্পানি এতে অংশগ্রহন করে।
সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন নির্মাণকারী প্রতিষ্ঠান ও তাদের কারিগরি প্রযুক্তি ঘুরে দেখেন।
উল্লখ্যে, সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনের লক্ষে আন্তর্জাতিক প্রযুক্তির হস্তান্তর, স্থানীয়করণ এবং সর্বোপরি উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সশস্ত্র বাহিনী প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে সেনাপ্রধান রিয়াদ কিং খালেদ আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে অর্ভ্যথনা জানান, সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ।
জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সৌদি সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আয়েসের সাথে বৈঠক করবেন।
প্রতিবেদক- সাগর চৌধুরী, রিয়াদ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur