চাঁদপুর চাঁদপুর শহরের শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৬ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শাহ্আলম মল্লিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহ্জাহান সিদ্দিকী’র পরিচালনায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধানশিক্ষক মো.গোফরান হোসেন।
বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন,‘এ বিদ্যালয়ে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। ছাত্রছাত্রী অনুযায়ী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ অপ্রতুল। এ কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রমে সমস্যা হয়। বিদ্যালয়ের দ্বিতল ও একতলা ভবন ২টি উর্ধমুখি স¤প্রসারণ করা হলে শ্রেণিকক্ষ সঙ্কট সমস্যা দূর হবে। ভবন দু’টি উর্ধমুখি স¤প্রসারণসহ বিভিন্ন সমস্যা সমাধানে ডা.দীপু মনি এমপিকে জানাবো।’
বিশেষ অতিথি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, চাঁদপুর শহর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সহভাপতি মো. ইউসুফ বন্দুকসী,শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন হাওলাদার,সাংবাদিক সেলিম রেজা, মৎস্যজীবী নেতা হাশেম বেপারী, ডা.মোস্তফা কামাল,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.সাদ্দাম হোসেন,ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.আলী হোসেন,সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম,২৭ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur