Home / জাতীয় / রাজনীতি / ওবায়দুল কাদেরের মা আর নেই
ওবায়দুল কাদেরের মা আর নেই

ওবায়দুল কাদেরের মা আর নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছা আর নেই।

সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি চার পুত্র, ছয় কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানান।

আবু নাছের বলেন, ‘মঙ্গলবার জোহর নামাজের পর নোয়াখালীর কোম্পানিগঞ্জ সরকারি মুজিব কলেজমাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
(জাগো নিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ১০ পি.এম ২৭ ফেব্রুয়ারি২০১৮মঙ্গলবার।
এএস.