চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে জেলা ইমাম সমিতির উদ্দ্যোগে ২ দিনব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল সোমবার(২৬ ফেব্রুয়ারি) রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
মাহফিলের শেষ দিনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন মান্দারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নেছার আহমদ মান্দারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোঃ আবদুল কুদ্দুছ, সাবেক উপ-পরিচালক এবিএম খালেদ, আল-হেলাল হোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ জামাল হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আবদুল্লাহ আল মামুন, কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ ফজলুল কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক কাজী মাওঃ আব্দুল্লাহ আল মামুন (সূফিয়ান), মেসার্স বিসমিল্লাহ্ গ্লাস হাউজের স্বত্বাধিকারী হাজী লোকমান হোসেন গাজী, বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক হোসেন মুন্না, রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা, পুরাতন বাসস্ট্যান্ড পৌর মার্কেট মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়াজী মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন উর রশিদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক আকবর হোসেন বাসুসহ বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মাহফিলে ফরিদগঞ্জ গুপ্টি বাজার কেন্দ্রীয় জামে মমসজিদের খতিব মুফতি এস এম জাকির হোসোইন ও কোড়ালিয়া জামে নূর মসজিদের খতিব মুফতি মোঃ মহিউদ্দিন জাফরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কচুয়া কাদলা বড় মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মহিউদ্দিন বিন হাবিব, চাঁদপুর শহরের বায়তুল মা’মুর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মাহমুদুল হাসান, শাহরাস্তি দৈয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মুফতি মোঃ আবুল হাছান নেছারী, ফরিদগঞ্জ নয়াহাট বাজার জামে মসজিদের খতিব মুফতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম, স্কুল-কলেজ ও মাদ্রারাসার ছাত্ররা সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে।
করেসপন্ডেন্ট
আপডেট. বাংলাদেশ সময় ৯ : ৩০ পিএম ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
এইউ