ছোটপর্দা কাঁপিয়ে এবার বড়পর্দায় নিজের নাম লেখাতে চলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একযুগ ছোটপর্দায় কাজ করার পর ফেরদৌসের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। ফেরদৌস-প্রভা জুটি বেঁধে যে ছবিতে অভিনয় করবেন তার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘রূপবতী’। এই ছবিটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ।
সিনেমার নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘ফেরদৌস ও প্রভা দুজনেই ছবিতে অভিনয় করবেন এটি চূড়ান্ত। গল্প হবে নারীবাদী। ফেরদৌস-প্রভা দুজনেই নিজেদের দিক থেকে ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।’
জানা গেছে, নির্মাতা অঞ্জন আইচ এই ছবিটির নাম ‘রূপবতী’ ছাড়াও ‘জলছবি’ রাখার কথা ভাবছেন। তার ভাষ্য, ছয় বছর ধরে এই ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী মাসেই শুটিং শুরু করবো। তার আগেই বিস্তারিত জানানো হবে।
ফেরদৌস ও প্রভা ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ। ছবির গল্প তৈরি করেছেন নির্মাতা অঞ্জন আইচ নিজেই।
(বাংলা এসপি)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ১০ পি.এম ২৪ ফেব্রুয়ারি২০১৮শনিবার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur