সারাদেশের দেশের ৬৪ জেলায় ন্যায় চাঁদপুরেও একযোগে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল ব্যান্ড গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা চালু করেছে।
ফোর-জি লাইসেন্স পাওয়ার একদিন পর ২০ ফেব্রææয়ারি মঙ্গলবার সারা দেশে একযোগে ফোর-জি এবং ৪.৫ জি এর উদ্বোধন করে রবি।
এ উপলক্ষে বিকেল চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ রবি অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে কেক রবি অফিসে কেককাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, রবি’ চাঁদপুর এর এরিয়া ম্যানাজর মো. কামাল হোসেন, টেরিটরি ম্যানাজার ধীমান চক্রবর্তি, চাঁদপুর জেলা পরিবেশক আ. লতিফ তপাদার প্রমুখ।
এ বিষয়ে রবি চাঁদপুর এর এরিয়া ম্যানাজর মো. কামাল হোসেন বলেন, বাংলাদেশের ৪.৫ জি ইন্টারনেট সবার আগে শুরু করে রবি। এর মাধ্যমে দেশের সব অঞ্চলে গ্রাহকরা দ্রæতগতির ইন্টারনেট সেবা পাবে, যা আগের তুলনায় প্রায় ৭গুণ বেশী। এখন থেকে গ্রাহকরা ভিডিও কনফারেন্সসহ ইন্টারনেটের সকল শুবিধা দ্রæত গতির পাবে। আমরা এখন রবি ফোর-জি’র সিম বিনামূলে রিপলেস করা হচ্ছে বলে তিনি জানান।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur