অাগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্থান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় অাসর। অার এ টুর্নামেন্টকে সামনে রেখে গত ১২ নভেম্বর অনিষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রফট। যেখানে বাংলাদেশ থেকে ১৮ জনের মধ্যে দল পেয়েছে চারজন ক্রিকেটার। তারা হলেন সাকিব অাল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
পাকিস্তান সুপার লিগে অাবারো পেশওয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমকে ডাইমন্ড ক্যাটাগরিতে বেছে নিয়েছে জালমি। এ ছাড়া দ্বিতীয় বারে মত পিএসএলে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ডাইমন্ড ক্যাটাগরিতে লাহোর ক্যান্ডারদের বাংলাদেশী ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়েছে। প্লেয়ার ড্রফটের অাগেই কুয়েট্টা মাহমুদউল্লাহকে এবং পেশোওয়ার সাকিবকে ধরে রেখেছে।
তবে পিএসএলে এক প্রকার খেলা অনিশ্চিত বাংলাদেশ ক্রিকেটারদের। অাগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। অার বাংলাদেশের শ্রীলঙ্কায় ত্রিদেশী সিরিজ শুরু হবে ৬ মার্চ থেকে। অার তাই পিএসএল খেলা হবে কিনা এটা এখনো জানা নেই। তবে প্রথম কয়েকটা ম্যাচ খেণতে পারে সাকিব, তামিম, রিয়াদরা।
তবে এই চারজন ছাড়াও প্লেয়ার ড্রফটে নাম ছিলো অারো ১৪ জন বাংলাদেশি ক্রিকেটারের তারা হলেন, সিলভার ক্যাটাগরিতে রয়েছে ১৩ জন ক্রিকেটার তারা হলেন, শাহরিয়ার নাফিজ, অনামুল হক বিজয়, নাসির হোসেন, অাফিফ হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, জুবায়ের হোসেন লিখন, নাজমুল হাসান শান্ত, মোহাম্মাদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ পি.এম, ১৯ ফেব্রুয়ারি২০১৮, সোমবার।
কে এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur