চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে ২শ’ ২৪ বোতল ফেন্সিডিলসহ তাছলিমা আক্তার (৪০) ও বৃষ্টি বেগম (২৫) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২টায় মোহনপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে পুলিশ তাদের আটক করেন।
তাছলিমা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার ইছাপুরা গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী এবং বৃষ্টি বেগম একই জেলার শ্রীনগর থানার নাগের হাট এলাকার শেখ কামাল হোসেনের স্ত্রী।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, আটক দুই নারী কুমিল্লা থেকে ফেন্সিডিলগুলো ক্রয় করে চাঁদপুর-বাবুরহাট-মতলব হয়ে বিক্রির উদ্দেশ্যে মুন্সিগঞ্জ যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করেন এবং তাদের সঙ্গে থাকে ব্যাগ তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করেন। তাছলিমা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে এবং আগামিকাল শনিবার (১৬ ফেব্রুয়ারি) চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur