জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে কারাগারে। তার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রায় প্রতিদিনই আসছেন আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার আইনজীবী ও আত্মীয়স্বজন ছাড়া কেউ দেখা করার অনুমতি পাননি। খালেদা জিয়ার সঙ্গে দেখার অনুমতি মিলবে না জেনেও প্রতিদিন কারা ফটকে ভিড় জমান খালেদা ভক্তরা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফল নিয়ে কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন খালেদা জিয়ার এক ভক্ত। নারায়ণগঞ্জ থেকে কিছু ফল নিয়ে জেলগেটে আসেন দিনমজুর রিজভী হাওলাদার। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, “আমার ‘মা’ খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর গত ৮ দিনে মাত্র ৩ বার ভাত খেয়েছি। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে শুধু কাঁদছি।’
রিজভী একটি জনপ্রিয় অনলাইন নিউজকে আরও বলেন, ‘খালেদা জিয়া আমার ও আমাদের মায়ের তুল্য। তিনি আমার মা। আমি তার কর্মী। তাকে আমরা দেখছি না। তিনি কেমন আছেন জানতে এসেছি। আমি তার জন্য না খেয়ে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছি।’
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমি এসেছি আমার মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। তিনি অ্যারেস্ট হওয়ার পর তার কোনও খাওয়া দাওয়া নেই। আমি গত কয়েক দিন না খেয়ে যে টাকা জোগাড় করেছি সেই টাকা দিয়ে মায়ের জন্য ফল কিনে এনেছি। আমাকে দেখা করার অনুমতি না দিলেও তারা (পুলিশ) যাতে আমার ফলগুলো তাকে পৌঁছে দেন, আমি এটাই চাই।’
(জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ১০ পি.এম, ১৬ ফেব্রুয়ারি২০১৮, শুক্রবার।
এএস.