শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
সব প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি দল সামলানোর দায়িত্ব দিয়েছে বিসিবি। টেস্টের পর টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্বও দেওয়া হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। সাকিবের পরিবর্তে তামিমের অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি `ক্যাপ্টেন কুল` রিয়াদের হাতেই তুলে দিলেন অধিনায়কত্ব।
পরিসরের ক্রিকেটে অধিনায়ক
স্বল্প পরিসরের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেশ সফল মাহমুদুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাধিকবার নেতৃত্বের কারণে হয়েছেন প্রশংসিত। এই আসরে মাশরাফি বিন মর্তুজার পর সবচেয়ে সফল অধিনায়ক তাঁকেই মনে করা হয়। তাই তাঁর ওপরেই বিসিবি ভরসা রেখেছে।
এইদিকে ইনজুরির কারণে সাকিবের পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল অপুকে।(বিডিপ্রতিদিন)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ২০ পি.এম, ১৩ ফেব্রুয়ারি২০১৮,মঙ্গলবার
কে এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur