ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়েই বাঁ হাতের কণিষ্ঠ আঙ্গুলে ব্যথা পান সাকিব। পরে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে চোটগ্রস্থ আঙ্গুলের এক্সরে করতে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি মাঠে নামতে না পারলেও সময় মতো হাজির হলেন দলের অনুশীলনের সময়। সাথে ছিলেন তার একমাত্র কন্যা আলাইনা। মাঠে দেখা গেছে বাবা অনুশীলন করতে না পারলেও ঠিকই মেয়ে করলো সেই অনুশীলন।
ছোট ছোট পায়ে মাঠ জুড়ে ঘুরে বেড়ানোর দৃশ্য সবাইকে অবাক করেছে। বিশেষ করে ফুটবল আর ক্রিকেট বল নিয়েও ছুটোছুটি করার দৃশ্য। আলাইনার অনুশীলন দেখে মনে হচ্ছে একদিনেই সব অনুশীলন শেষ করে দিলো সে।
(জুমবাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ২০ পি.এম, ১৩ ফেব্রুয়ারি২০১৮,রোববার ।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur