গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারের হীন পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। আমি দলের পক্ষ থেকে অবিলম্বেএ ধরনের গণবিরোধী পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।’
রিজভী বলেন, ‘গণবিরোধী অবৈধ এ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সকল সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও দাম বাড়লে সরকারের দুর্নীতির ব্যাপ্তি আরও বাড়বে। একদিকে মানুষ সরকারের ভয়াবহ গণতন্ত্র হরণের দুঃশাসনের পিষ্ট ও নির্বাক। এর ওপর গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবনযাত্রার ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে জনগণকে অতল গহ্বরে ঠেলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে এবং ভয়াবহ দুর্যোগে পড়বে। মানুষের দৈনন্দিন জীবন-যাপন আরও কষ্টকর হয়ে পড়বে। কৃষি ও শিল্প উৎপাদনেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।’
‘রাজকোষ থেকে জনগণের শত শত কোটি টাকা চুরি, গত কয়েক বছর ধরে সরকারি ব্যাংকগুলো লুটপাট, শেয়ার বাজার থেকে লক্ষ-কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদের বিরাট অংশ বিদেশে পাচার করে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে কাফন পরিয়ে দিয়েছে,’ যোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘দারিদ্র্য অনটনের পিষ্টন যন্ত্রে জনগণের জীবনটা আখের মতো ছিরে পেষাই করে তুলছে এ ভোটারবিহীন সরকার। এদের অপশাসন আর অপকীর্তির কারণে রাষ্ট্রীয় জীবনের পরতে পরতে জড়িয়ে আছে মানব আত্মার অবমাননার বিভিন্ন দিক।’
‘অবৈধ সরকার বাংলাদেশের গণমাধ্যমকে যে নিয়ন্ত্রণ করছে, সে বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে’ —উল্লেখ করে রিজভী বলেন, ‘বিশিষ্ট সাংবাদিক, সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর, দৈনিক আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক, অবৈধ ভোটারবিহীন সরকারের আতঙ্ক, স্বাধীন বিবেকের প্রতিনিধি মাহমুদুর রহমানকে তিন বছর ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি বার বার উচ্চ আদালত থেকে জামিন পেলেও মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারা প্রকোষ্টে আটকে রাখা হচ্ছে।’
‘বর্তমানে তাকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি প্রায় তিন বছর ধরে কারাগারে থাকলেও ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি নাশকতার একটি বানোয়াট ও মিথ্যা মামলায় গত বুধবার কোতয়ালি থানায় তাকে আবারও গ্রেফতার দেখিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত ১২ এপ্রিল রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। কারাগারে আটক থাকা অবস্থায় নতুন করে মাহমুদুর রহমানকে আটক দেখিয়ে রিমান্ড চাওয়া সম্পূর্ণ অমানবিক ও সরকারের নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থেরই বহিঃপ্রকাশ,’ বলেন তিনি।
‘ভোটরবিহীন প্রধানমন্ত্রী একতরফা প্রভুত্ব করার উদ্দেশেই প্রতিবাদী কণ্ঠস্বর মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রেখেছে’ অভিযোগ করে রিজভী বলেন, ‘দলের পক্ষে সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড আবেদন বাতিল করে তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।