বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার রায় ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া।
এর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।
(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ৩৫ পি.এম, ০৭ ফেব্রুয়ারি২০১৮,বুধবার ।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur