Home / শিক্ষাঙ্গন / এস এস সি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি…
nurun-nahar-bokul
লেখকের ফাইল ছবি

এস এস সি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি…

জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃতি সন্তান নুরুন নাহার বকুল চলমান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ‘এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলছি’ শিরোনামে সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। চাঁদপুর টাইমস পাঠকদের জন্যে তা তুলে ধরা হলো।

‘এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি, শিক্ষাকে গুরুত্ব দিও, ফলাফলকে নয়। তোমাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে পরীক্ষাকে কেন্দ্র করে। ব্যস্ততা থাকুক,তবে উদ্বেগ,উৎকন্ঠা একদম নয়।

মনে রেখো “জীবনের স্বপ্ন রচনা এবং তা বাস্তবায়ন পুরোপুরিই তোমাদের নিজস্ব ব্যাপার। জোর করে, চাপিয়ে দিয়ে সাফল্য আশা করা যায়না,,বরং নিজস্ব মেধা ও প্রতিভাকে পুঁজি করে এগিয়ে চলাটাই সাফল্য।

প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানের সুন্দর ভবিষ্যৎ রচনায় বিভোর! কিন্তু জানার অবকাশ নেই- তাঁর সন্তানের চাওয়াটা কী?

বন্ধুরা,আজকাল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা তোমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে বৈ কী! মনে রেখো “চুরির ধনে ধনবান নিকৃষ্টতম। অপরদিকে আপন শ্রমে নুন-পান্তা ঢের উৎকৃষ্ট!”

তেমনি “ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের পিছনে সময় ক্ষেপণ নয়,,নিজের মনের মত করে প্রস্তুত হও,,এতে যে তৃপ্তি তোমার মনে আসবে,,নকল বা ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা দিয়ে তা একবিন্দুও সম্ভব নয়!”

একটা ভাল ফলাফল জীবনের সবকিছু নয় বরং প্রকৃত শিক্ষা জীবনকে আলোকিত করে।কখনও কখনও শিক্ষা ও মেধাবিহীন ফলাফলগুলো আস্তাকুঁড়ের বাসিন্দা হয়,আর সনদবিহীন মেধাগুলো জীবনকে প্রদীপ্ত করে।

তাই নিজেকে প্রস্তুত রেখে,সমস্ত প্রতিকূলতাকে আয়ত্তে এনে পরীক্ষায় অংশগ্রহণ করো,স্বপ্ন দেখো সুন্দর ও উন্নত জীবনের। দেখবে জীবন জীবনের মতই হাতছানি দিয়ে এগিয়ে নেবে তোমাদের রাঙা আলোর ঊষাপানে।

প্রশ্নগুলো যদি ডানা মেলে বাতাসে উড়েও বেড়ায়,,তাকিওনা ছুঁয়ে দেখোনা একদম! একদিন দেখবে বিজয়ি তোমরাই! কারণ “যে পণ্যের ক্রেতা নেই,,বিক্রেতা তা ছু্ঁড়ে ফেলে দেয়। ঠিক তেমনি, তোমরা যখন ফাঁসকৃত প্রশ্ন ছোঁবেনা, তখন ফাঁসকারীরা মূল্য হারাবে।

বরাবরের চেয়ে এ বছর পরীক্ষার ব্যাপারে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তবে শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকের সততা ও স্বচ্ছতাই পারে এ ভয়াবহ ছোবল থেকে জাতিকে রক্ষা করতে!

অভিভাবকদের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি “সন্তানকে শুধু ভালো ফলাফলের যাঁতাকলে ছুঁড়ে দেবেননা দয়া করে। ওদেরকে জীবন ভালবাসার মন্ত্রণা দিন,,সুন্দর ও উন্নত জীবন গড়ার প্রেরণা দিন,,প্রয়োজনীয় ভালবাসা আর উদ্দীপনায় জড়িয়ে রাখুন। তবেই উপলব্ধি করতে পারবেন “ভালো ফলাফলের চেয়ে অধিক ভাল আপনার সন্তানের জীবন।”

আসুন,স্ব স্ব অবস্থান থেকেই পরীক্ষার পূর্বে প্রশ্নপত্রকে ‘না’ বলি। আমাদের সন্তানের আলোকিত জীবন রচনায় এটুকু আমরা করতেই তো পারি। পরীক্ষার্থীরা এগিয়ে চলো আপন প্রতিভায়, উদ্দীপ্ত হও শিক্ষার আলোয়।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ