অডিট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অাহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টাকা-পয়সা নিয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না।’
বুধবার (৩১ জানুয়ারি) অান্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিটের গুরুত্বও বেড়ে গেছে। একজন মানুষ চাকরিতে প্রবেশ করার পর থেকে অবসর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অডিটের গুরুত্ব রয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হওয়ার ফলে অডিট কার্যক্রমও ডিজিটাল হয়ে গেছে। তবে সাইবার ক্রাইম বলতে একটা শব্দ অাছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন কেউ জানতে না পারে সে জন্যও সজাগ থাকতে হবে।’ এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে অামরা কাজ করছি। অনেক ক্ষেত্রে অামরা বিশ্বের উন্নত দেশ থেকে অগ্রগামী। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্য এখন ৮ লাখ। ই-টেন্ডারের কারণে এখন অার টেন্ডারের বাক্স ছিনতাই হয় না। দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। অনেক মন্ত্রী-এমপিদের বিষয়েও দুদক কাজ করছে। সে বিষয়ে অামরা কোনো বাধা দেই না।’
রাজধানীর কাকরাইলে ৭৭\৭ অডিট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অাবদুল মান্নান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অডিটর জেনারেল মাসুদ অাহমেদ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ২০ এ.এম, ৩১ জানুয়ারি ২০১৮,বুধবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur