চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও চাঁদপুর যুব ফাউন্ডেশন আয়োজনে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ নারী-পুরুষের মাঝে ২শ’ ৫০ পিচ কম্বল ও ৩শ’ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মির্জা জাকির।
উপস্থিত ছিলেন চাঁদপুর যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটাঃ উজ্জ্বল হোসাইন, মহাসচিব শেখ মোঃ আবু হানিফ, ভাইস চেয়ারম্যান এএম ইদ্রিস খান, যুগ্ম মহাসচিব মোঃ আলাউদ্দিন শান্ত, মোঃ সুজন গাজী, সাংঠনিক সম্পাদক রোটাঃ মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাদশা ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য সফিউদ্দিন বাবল, সদস্য শেখ মোঃ রিপন, শাহজালাল খান রাসেল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমকে এরশাদ, ব্যবসায়ী শুকুর মিয়াজিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur