Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা
ayojito shova

মতলব উত্তরে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক, প্রকৌশলী এনামুল হক, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি ও মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মো. মোছাদ্দেক হোসেন মুরাদ, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া,ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার,সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার শুভা, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপনসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। এর পূর্বে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, আগামী ফেব্রæয়ারী মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রায়কে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল দেশে আইন-শৃঙ্খলার অবনতি করতে পারে। তাই প্রশাসন, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের কর্মসূচিগুলোর কথা সাধারণ জনগণকে অভিহিত করতে হবে। উন্নয়নমূলক কাজে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণ সম্পৃক্ত থাকবে। তিনি আরও বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ উপজেলা থেকে মাদককে রুখতে কোনো সমস্যাই না। পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরও এ ব্যাপারে আরো আন্তরিক হতে হবে। যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভার মাধ্যমে তা প্রতিরোধের ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন, আগামী ফেব্রæয়ারী মাসের ৭, ৮ ও ৯ ফেব্রæয়ারী ফরাযীকান্দি উয়েসীয়া দরবার শরীফের বার্ষিক উরশ শরীফ অনুষ্ঠিত হবে। উরশ শরীফ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও এলাকার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ