Home / চাঁদপুর / লঞ্চঘাট দেয়া হয়েছে যাত্রীদের প্রয়োজনে ফল বিক্রির জন্যে নয়
লঞ্চঘাট দেয়া হয়েছে

লঞ্চঘাট দেয়া হয়েছে যাত্রীদের প্রয়োজনে ফল বিক্রির জন্যে নয়

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার বলেছেন, সরকার লঞ্চঘাট করেছে যাত্রী চলাচলের জন্য, ফল বিক্রি করা জন্য নয়। তাই যে কোনো মূল্যে হোক লঞ্চঘাটে যাত্রী চলাচলের পথ থেকে সকল ফলের দোকানসহ অবৈধ স্থাপনা সড়াতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসনে সাথে নৌ-পরিবহণ কর্মকর্তা ও লঞ্চ মালিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, চাঁদপুর লঞ্চঘাট দেশের একটি উল্লেখযোগ্য এবং একটি জনগুরুত্বপূর্ণ ঘাট। এখানে যাত্রীদের টানা-হেঁচড়াসহ সকল অনিয়ম বন্ধ করতে হবে। যাত্রীদের নিরাপদ যাতায়েত ও চলাচল নিশ্চিত করতে হবে। আর তা নিশ্চত করতে সরকার বন্ধর কর্মকর্তা, নৌ-পুলিশ, জেলা প্রশাসনসহ অন্যান্য বিভাগকে নিয়োগ করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. হোসনে আরা বেগম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিষেক দাস, বন্ধর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৮:৪৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮,সোমবার
এইউ