আগামী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ ৫হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর সদরের বালিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
এই ঘোষণার সাথে সাথে অনুষ্ঠানস্থলের উপস্থিত অতিথি, শিক্ষার্থী এবং তাদের অভিভাবগণ করতালি দিয়ে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতিতে স্বাগত জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে করে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল সমাজিক অপকর্ম থেকে দূরে থেকে নিজেকে লেখা-পড়ায় আরো বেশি করে মনোযোগী হয়। তাই আমি এই পূরস্কার ঘোষণা করেছি। আমি চাই এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে দক্ষ নাগরিক হয়ে উঠুক। তারা যাতে বিপদগামী না হয় এবং এবং মেয়েরা যাতে বাল্য বিয়ের শিকার না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ম্যানিজিং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur