বিগত বছরজুড়ে মিডিয়া পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো শাকিব-অপুর বিচ্ছেদের খবরাখবর। এছাড়া নতুন বছরও যেন এ আলোচনা বেড়েই চলেছে। কিছুতেই শেষ হচ্ছে না, হচ্ছে না কোনো সমাধান। বিচ্ছেদের মতো এ কঠিন মুহূর্তে ইউটিউব তাদের জন্য নিয়ে আসলো সুখের বার্তা।
নতুন বছরে শাকিব-অপু’র ‘মাই নেম ইজ খান’ সিনেমাটি ইউটিউবে ১ কোটি ২৩ লাখ ভিউয়ার ছাড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে গড়েছে নতুন এক রেকর্ড। সিনেমা হল ছাড়াও তাদের প্রত্যেকটি সিনেমা ইউটিউবে দারুণ সাড়া পেলেছে। তাদের বেশ কয়েকটি সিনেমা ইতোমধ্যে ইউটিউব কাঁপিয়ে বেড়াচ্ছে।
আসুন এক নজরে দেখে নেই কোন মুভি কত ভিউয়ার ছাড়িয়েছে। ‘লাভ মেরেজ’ এ পর্যন্ত ৯০ লাখ ৫৮০ বার ইউটিউবে ভিউয়ার্স হয়েছে খুব শীঘ্রই এ মুভিটি কোটি ভিউয়ারর্স ছাড়িয়ে যাবে।
এছাড়া ‘ডেয়ারিং লাভার’ ৭০ লাখ, ‘প্রিয়া আমার জান’ ৫০ লাখ, ‘দুই পৃথীবী’ ৬০ লাখ, ‘আমার বুকের মধ্যিখান’ ৬৮ লাখ, ‘হিরো দা সুপারস্টার’ ৭৩ লাখ, ‘ঢাকার কিং’ ৭১ লাখ, ‘রাজা বাবু’ ৬৪ লাখ, ‘কঠিন প্রতিশোধ’ ৬১ লাখ, এবং ‘সেরা নায়ক’ ৪৫ লক্ষ বার দেখা হয়েছে।
তাদের আরো অনেক মুভি ইউটিউবে কোটি ভিউয়ারর্সের পথে। সিনেমা হলে যেমন তারা ব্লকবাস্টার জুটি ছিলেন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমও। এমনকি ইউটিউবে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বি। শাকিব-অপু’র ভক্তরা সবসময় প্রত্যাশা করতেন শাকিব-অপু পর্দার মতো যেন বাস্তবেও সফল জুটি হয়। সেই চাওয়াটা তারা অনেক আগেই পুরণ করেছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস একটা কালো ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়েছে।
তথ্যসূত্র: অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ থেকে নেওয়া। (জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ১৫ পি.এম, ২৭ জানুয়ারি ২০১৮,শনিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur