টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিনোদন ধরা হয় গেইলকে। ব্যাট হাতে বোলারদের সামনে রীতিমত রুদ্ররূপ ধারণ করেন বাঁহাতি এই তারকা। তার ক্রিজে থাকার অর্থ চার-ছক্কায় উন্মাতাল গ্যালারি।
আইপিএলে গত কয়েক মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেললেও এবার তাকে ধরে রাখেনি দলটি। ধারণা করা হচ্ছিল নিলামে তাকে নিয়ে টানাটানি শুরু হবে। তবে নিলামের শুরুতে তার নাম উঠলেও তাকে দলে টানতে কোন ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি।
এদিকে গেইল অবিক্রিত থাকলেও এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ রূপিতে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ভিড়িয়েছে দুই বছর পর দলে ফেরা রাজস্থান রয়্যাল। এছাড়া শিখর ধাওয়ানকে ৫ কোটি ২০ লাখ হায়দরাবাদ, রাহানেকে ৪ কোটি রূপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যাল।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫০ পি.এম, ২৭ জানুয়ারি ২০১৮,শনিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur