Home / চাঁদপুর / চাঁদপুরে ৩ শতাধিক মেধাবীর মাঝে ৮ লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান
chandpur zila parishad
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষাথর্দের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান। ছবি- চাঁদপুর টাইমস

চাঁদপুরে ৩ শতাধিক মেধাবীর মাঝে ৮ লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান

চাঁদপুর জেলা পরিষদ এর প্রথম নির্বাচিত পরিষদ এর এক বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ’ ৯ শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৭৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।

এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদেন চেয়ারম্যান আলাহজ ওচমান গনি পাটওয়ারী।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম শাহীন ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহঙ্গীর আলম, রওনক আরা, সদস্য মো. নুরুল ইসলাম, মিরাজ উদ্দিন খান।

উদ্বোধকের বক্তব্যে মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘স্থানীয় পর্যায়ে চাঁদপুর জেলা পরিষদ সর্বোচ্চ স্থানে রয়েছে। এক সময় জেলা পরিষদের কোন কার্যক্রম ছিলো না। এখন জেলা পরিষদের কার্যক্রম শ্রেষ্ঠ। পৃথীবির কোনো দেশ উন্নত হতে পারে না, যদি তার কার্যক্রম গতিশীল না হয়। বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে এগিয়ে যাচ্ছে। তিনি প্রত্যেক ক্ষেত্রে উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখছেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতেৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তখন থেকে দেশ এগিয়ে যাচ্ছিলো কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশে আবার ফিছে পড়ে যায়। সেই ষড়যন্ত্র কারীরা দেশে আজও মাথা চাড়া দিয়ে যাচ্ছে। আমরা সকলে এক্যবন্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো। জননেত্রী শেখ হাসিনা যে ভাবে সমান্তরাল ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি খুব দ্রæত আমাদের দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি খাদ্য, বাসস্থান এবং শিক্ষার ক্ষেত্রে শতভাগ কাজ করছেন।

মেয়র আরো বলেন, তোমরা যারা লেখা পড়া করছো, শুধু শিক্ষা গ্রহন নয়, সু শিক্ষায় তোমােেদর গ্রহন করতে হবে। তোমরা যদি সু-শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করো তাহলে, আমাদের দেশ আরো এগিয়ে যাবে। সততা এবং নিষ্ঠার সাথে কাজ করলে কোন কাজে বাধা আসে না। জেলা পরিষদ চেয়ারম্যান তোমাদের বৃত্তি দিয়ে অনেক ভালো কাজ করেছেন। তোমরা নিজেরা নিজেদের খরচ চালাতে পারবে। ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা পরিষদ অন্যতম হয়ে উঠবে।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা পরিষদ সদস্য মুকুবুল হোসেন মিয়াজী, বড়দোল মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, হাইমচর বালিকা উচ্চ বিদল্যায়ের ছাত্রী দিপ্তি সরকার, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র মো. কাউসার, আলআমিন স্কুল এন্ড কলেজের ছাত্র রিফাত শাহরিয়ার, দৃষ্টি প্রতিবন্ধি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম, মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, বৃত্তিপ্রাপ্ত ছাত্রী সুমাইয়া তানহা।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ