চাঁদপুরের ফরিদগঞ্জে শ্বাসরোধ করে হায়াতুন্নেছা (৫৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) গভীর রাতে ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালি গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে। এদিকে চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ভাই আব্দুল হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, ‘তার বিধবা বোন নিঃসন্তান ছিলেন। আরেক ভাই আব্দুল হালিম স্ব-পরিবারে ঢাকায় থাকেন। ছোট ভাই আব্দুল হালিমের গ্রামের বাড়িটি দীর্ঘ দিন থেকে হায়াতুন্নেছা দেখভাল করে আসছেন। বাড়িতে তিনি একাই বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, দুর্বৃত্তরা একতলা ভবনের বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। নিহত হায়াতুন্নেছার কান ও গলা থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন স্বজনরা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম সাংবাদিকদের জানিয়েছেন, ‘নিহত ওই নারী বাড়িতে একাই ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur