ত্রিদেশীয় টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচটা ফাইনালের আগে ফাইনাল। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ খেলেই ফাইনালে উঠে গেছে। তৃতীয় ম্যাচে আবারো বোনাস পয়েন্টসহ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে বাংলাদেশের এই ম্যাচে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। তবে শ্রীলঙ্কার জন্য আছে অনেক অনেক হিসাব।
আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই ফাইনালে চলে যাবে লঙ্কানরা। হারলেও সুযোগ থাকবে তাদের। তবে সে ক্ষেত্রে হারের ব্যবধান যাতে বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাথুরুসিংহের শীষ্যদের। তিন ম্যাচ শেষে একটি জয়সহ শ্রীলঙ্কার রান রেট মাইনাস ০.৯৮৯। চার ম্যাচ খেলা জিম্বাবুয়ের রান রেট মাইনাস ১.০৮। আজ শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে ফাইনালে চলে যেতে পারে জিম্বাবুয়েও।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৩০ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur