চাঁদপুরে এবি ব্যাংক লিমিটেডের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (১২ এপ্রিল) শহরের কালিবাড়ি এবি ব্যাংক লিমিটেডের শাখায় কেক কাটা ও দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়ার নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন,এবি ব্যাংক মানুষের কল্যাণের জন্য সব সময় কাজ করে। এবি ব্যাংক এক সময় দেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে কাজ করবে। এবি ব্যাংক সমাজ সেবায় অতীতে ও সমাজের জন্য কাজ করেছে এবং অদূর ভবিষ্যতে সমাজ সেবায় দেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
দ। এসময় উপস্থিত ছিলেন এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ শাহনুর আলম, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দিন, এসপিও মোঃ ইমাম হোসেন, পিও মোঃ আমির হোসেন, পিও শামছুজ্জামান খান, পিও মিলন কর, পিও কামাল হোসেন, এসও গাজী মেহেদী হাসান, অফিসার মোঃ ইসমাইল, এসএম মাহবুবু আলম সহ অন্যান্য কর্মকর্তা ও গ্রাহক বৃন্দ। দোয়া ও মোনাজাত পরিবেশন করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাও আব্দুর রশিদ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ]আনোয়ারুল হক[/author]
: আপডেট ১০:২০ পিএম, ১২ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur