আমার যা ছিলো শেষ হয়ে গেছে। আমি এখন পথের ভিখারি। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার সকালে রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায়।
তিনি বলেন, অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে। ঘটনা ঘটে গেছে। কিছু করা যাবে না। জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে। জাতীয় পার্টির যে ৯ বছর ক্ষমতায় ছিল, সেসময় গুম-খুন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়।
জাতীয় পার্টির সমাবেশের আয়োজন নিয়ে এরশাদ বলেন, ১৫ তারিখের(১৫ ফেব্রুয়ারি) বাজেট পাঁচ কোটি টাকা। এ বাজেট সংগ্রহ করতে হবে। দেখাতে হবে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট। দূর-দূরান্ত থেকে মানুষ আসবে। লঞ্চ ভাড়া করতে হবে। বাস আসতে হবে, ট্রেন ভাড়া করতে পারবো।
(এমটিনিউজ২৪.কম)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৪০ পিএম, ২২ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur