আগামী ২৬ জানুয়ারি ঢাকায় মুক্তি পাচ্ছে জিৎ ও নুসরাত ফারিয়ার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। এ ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনের জন্য আগামী ২৪ জানুয়ারি ঢাকায় আসছেন কলকাতার নায়ক জিৎ। খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ জানিয়েছেন, ২৪ তারিখ সকালে জিৎ ঢাকায় আসবেন। ওইদিন বিকেলে ‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জিতের সঙ্গে বাংলাদেশের নুসরাত ফারিয়াও থাকবেন।
উল্লেখ্য, গত বছর ভারতের পরিচালক অশোক পতির পরিচালনায় জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় ‘ইন্সপেক্টর নটি কে’র কাজ শুরু করে।
কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালায় পরিবর্তন আসায় ছবিটির যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ। এখন সাফটা চুক্তির ভিত্তিতে ‘ইনস্পেক্টর নটি কে’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
বিনোদন ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ১০ এএম, ২১ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur