মতলব দক্ষি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হাবিবুর রহমান ভইয়া শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। ওই দিন সকালে তিনি স্ট্রোক করলে বেলা ১১টার দিকে তাকে সদর হাসপাতালে আনার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুম হাবিবুর রহমান ১ জুলাই ১৯৫২ সালে মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি
১ জানুয়ারি ১৯৭৫ সালে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত জীবন শুরু করেন। দীর্ঘ ৪০ বছর চাকুরীর পর ৩০ জুন ২০১২ সালে অবসর গ্রহ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন
শিক্ষক সংগঠনের শোক
চাঁদপুর জেলার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফায়াত আহমদ ভ‚ইয়া,কেন্দ্রিয় বাকশিস নেতা অধ্যক্ষ মো.রুহুল আমিন, অধ্যাপক মোশারফ হোসেন,অধ্যক্ষ মো.হারুন অর রশিদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মতলব দক্ষিণ এর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হাবিবুর রহমান ভ‚ঁইয়ার মৃত্যুতে মতলব মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো.কবির হোসেন, সাধারণ সম্পাদক ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন এক গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম,২০ জানুয়ারি ২০১৮,২০১৮
এজি