শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল বুধবার রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডাব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, বুধবার রাত ৩টার দিকে কুয়াশা বাড়তে থাকে। এতে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ এএম, ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur