উফ উফ, পেটে কথাটা থাকছেই না। আচ্ছা, আমার কাপড় নিয়ে অনেকে খুব উত্তেজিত দেখলাম। হে..হে। আমি কি কোনদিন বলেছি আমি বোরখা পরি?
আমি বলেছি, স্লিভলেস ঠিক আছে। শাড়িও অন্যরকম আবেদন সৃষ্টি করতে পারে। তার মানে আমি শাড়ি পরে রোমান্টিক গান হলে করতে রাজি।
আমার ‘আকাশ কত দূরে’ ছবিতে আমি শাড়ি পরেই রোমান্টিক গানটা করেছিলাম। কিন্তু ক্লিভেজ দেখিয়ে, মাইক্রো/মিনি ড্রেস পরে অথবা বিকিনি পরে কাজ করতে বললে সেটা পারবো না।
আমার ফেসবুকে শাড়ি ও স্লিভলেস টপস পরা কিছু ছবি আছে। সেখানে কোথাও কি আমি আমার ক্লিভেজ দেখিয়েছি? অথবা কোথাও কি শর্টস কিংবা বিকিনি পরে আছি?
যারা আমাকে নছিয়ত দিতে আসলেন যে ‘আপনি খুব পোশাক নিয়ে বলছেন কিন্তু ফেসবুকে কী দেন’, তারা দয়া করে আমার নিউজটা আর ফেসবুকের ছবিগুলো মিলান। তারপরই আমার সঙ্গে লাগতে…
(বিডি প্রতিদিন)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ১০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur