প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে যান। এ সময় গণভবনের কম্পাউন্ড গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বৈঠকে বসেন দুই নেতা। দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর আগে ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। সেখান থেকেই প্রণব মুখার্জি গণভবনে যান।
বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখার্জি।
এদিকে আগামী মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।
ব্যক্তিগত সফরে গতকাল রোববার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তার সঙ্গে এসেছেন কন্যা শর্মিলা মুখার্জি। চার দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।
(জাগো বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস